বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া মোস্তাফিজুর রহমান কি পুরো আসরে খেলতে পারবেন? এ নিয়ে আছে সংশয়। বিষয়টি নিয়ে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলেছেন।
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে মিনি নিলামে থেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে কোনো প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি আসরে খেলতে পারবেন কিনা কিংবা কতদিন খেলতে পারবেন সে ব্যাপারে পুরো সিদ্ধান্তটা সেই খেলোয়াড়ের দেশের বোর্ড নিয়ে থাকে। তাই মোস্তাফিজের বিষয়টি নিয়েও মূলত সিদ্ধান্ত নেবে বিসিবি।

আগামী বছর ২৬ মার্চ শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে এবারের আইপিএল। ওই সময় বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা থাকলে পুরো আইপিএল খেলা কঠিন হবে মোস্তাফিজের জন্য। এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,‘মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য। মোস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশনস, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশনস চিন্তা করবে।’
অবশ্য মোস্তাফিজকে সন্তোষজনক সময়ের জন্য পাওয়ার নিশ্চয়তা না থাকলে এত মূল্যে তিনি বিক্রি হতেন না। বিষয়টি খোলাসা করতে আগামীকাল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম গণমাধ্যমের সঙ্গে দুপুরে কথা বলবেন বলে জানিয়েছে বিসিবি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















