সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের অনন্য কীর্তি

সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের অনন্য কীর্তি

সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের অনন্য কীর্তি, ছবি: সংগৃহীত

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে তিনি দ্রুততম। প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেট পেরিয়ে যান সাকিব আল হাসান। শুক্রবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজের উইকেট নিয়ে সাকিবের কীর্তি ছুঁয়ে ফেলেন মুস্তাফিজ।

৩১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে আজ রংপুর রাইডার্সের হয়ে সিলেটের বিপক্ষে নামেন মুস্তাফিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। অধিনায়ক মিরাজকে ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়ে দ্বিতীয় বলেই আলিস আল ইসলামের হাতে ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ।

মাত্র ৩১৫তম টি-টোয়েন্টি ম্যাচের ৩১৩তম ইনিংসে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যান মুস্তাফিজ। তার চেয়ে বেশি ম্যাচ লেগেছিল সাকিবের। অবশ্য বাঁহাতি স্পিনার সাকিবের এখন ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট আছে। তিনিই বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেটশিকারি।

৩১৫ ম্যাচে মুস্তাফিজ ছুঁয়েছেন ৪০০ উইকেট, ছবি: সংগৃহীত

এদিকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচে হলেও মুস্তাফিজ আছেন যৌথভাবে ১০ নম্বরে। তার উইকেট এখন ৪০২টি। কারণ এদিন ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনি মোহাম্মদ নবিকে স্পর্শ করেছেন।

তালিকায় সবার ওপরে অবস্থান করছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ৬৩১টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো।

Exit mobile version