উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ । উইজডেন ক্রিকেট অ্যালম্যানাক ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সেরা পারফর্মারদের নিয়ে একাদশ করেছে। সেখানে মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন। ক্রিকেটের বাইবেল খ্যাত এই উইজডেনে বর্ষসেরা একাদশে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ২ জন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কেউ নেই।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বছরজুড়ে ছিল আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। সব মিলিয়ে ২০২৫ সালের টি–টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতেই দলটি নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় বোর্ড।
মোস্তাফিজ ২০২৫ সালে ৫৯ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান খরচা করেছেন ৬.৭৮ হারে। বোলিং গড় ১৮.০৩। এটি ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে সেরা। কোনো পেসারই তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত বোলিং করেননি গত বছর।

ভারতের অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ও জ্যাসন হোল্ডার, ইংল্যান্ডের ফিল সল্ট ও স্যাম কারান, দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেইরা জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও বাংলাদেশের মোস্তাফিজকে নিয়ে এই একাদশ গড়া হয়েছে।

মোস্তাফিজ পেশাদার ও খুবই বিনয়ী – আর্থার
বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ভারতের বরুণ চক্রবর্তী।
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

বিশ্বকাপ ইসুতে যে সিদ্ধান্ত আসছে

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















