আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি দল। ইতোমধ্যে উদ্বোধনী ভেন্যুতে পৌঁছে গেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএল শুরুর আগেই নাঈমের চোট এর কারণে মাঠের লড়াই শুরুর আগেই বিপিএল শেষের শঙ্কায় রংপুর রাইডার্স। টাইগার এই স্পিনারকে নিলামের টেবিল থেকে দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহানের দল। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়েন নাইম।
চোট আক্রান্ত নাইমকে বিসিবির মেডিকেল বিভাগ থেকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বিপিএলে সিলেট পর্ব মিস করতে যাচ্ছেন নাইম। টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন কি না সেটি এখনও ধোঁয়াশায়।
এ বিষয়ে রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, নাইম হাসানকে ঢাকা পর্বে পাবার বিষয়ে আশাবাদী তারা। এখন দুই সপ্তাহ পরে জানা যাবে বিপিএল খেলতে পারবেন কি না নাকি শুরুর আগেই শেষ হয়ে যাবে। এদিকে, নাইম নিজেও জানালেন সিলেট পর্ব এবং চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকা পর্ব দিয়ে ফেরার আশা তারও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















