বিকেএসপিতে ক্রীড়া কিংবদন্তিদের স্থায়ী সম্মাননা

বিকেএসপিতে ক্রীড়া কিংবদন্তিদের স্থায়ী সম্মাননা

বিকেএসপিতে ৫০ লিজেন্ডের নামফলক প্রকাশ। ছবি: সংগৃহীত

৫০ কিংবদন্তির নামফলক স্থাপিত

বিকেএসপিতে ক্রীড়া কিংবদন্তিদের স্থায়ী সম্মাননা জানিয়েছেন (বিকেএসপি)। দেশের খেলাধুলায় প্রতিভা গড়ার সবচেয়ে বড় আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৩৯ বছরের পথচলায় এ প্রতিষ্ঠান উপহার দিয়েছে অসংখ্য তারকা ক্রীড়াবিদ। সেই গৌরবময় ইতিহাসে প্রথমবারের মতো উন্মোচিত হলো ৫০ কিংবদন্তির স্থায়ী নামফলক। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা বিকেএসপির ৫০ জন সাবেক ক্রীড়াবিদকে ‘লিজেন্ডারি’ হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা জানায় প্রতিষ্ঠানটি, ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ ও সম্মাননা প্রদান করা হয়।

বিকেএসপিতে ৫০ কিংবদন্তির স্থায়ী নামফলক উন্মোচন। ছবি: সংগৃহীত

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়দের চিহ্নিত করে নামফলক উন্মোচন করেন।

বিকেএসপিতে ক্রীড়া কিংবদন্তিদের স্থায়ী সম্মাননা অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আরচ্যারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়। লিজেন্ড তালিকায় থাকা ক্রীড়াবিদরা হলেন- আরচ্যারির মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম।

এছাড়া অ্যাথলেটিক্সে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো. জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাশ ও মারুফা আক্তার।

ফুটবলে মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন।

হকিতে আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো. মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো. মামুনুর রহমান চয়ন। শুটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা। বাস্কেটবলে মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান ও মো. খালেদ মাহমুদ আকাশ, বক্সিংয়ে মো. আব্দুর রহিম এবং টেনিসে এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

Exit mobile version