বিপিএল টেকনিক্যাল কমিটিকে বাশারের জায়গায় নান্নু

বিপিএল টেকনিক্যাল কমিটিকে বাশারের জায়গায় নান্নু

বিপিএল টেকনিক্যাল কমিটিকে বাশারের জায়গায় নান্নু, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াবে আগামীকাল। তার একদিন আগে টেকনিক্যাল কমিটিতে পরিবর্তন এনে হাবিবুল বাশার সুমনের জায়গায় মিনহাজুল আবেদিন নান্নুকে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

আজ রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি এই ঘোষণা দিয়েছে। এদিন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নেয় মালিকপক্ষ—ট্রায়াঙ্গল সার্ভিস। ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বভার গ্রহণ করে বিসিবি। সেই প্রেক্ষাপটেই দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পান টেকনিক্যাল কমিটিতে থাকা হাবিবুল বাশার।

চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে থাকা সম্ভব হচ্ছেনা হাবিবুল বাশারের। এ কারণে তার জায়গায় মিনহাজুল আবেদীন নান্নুকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। অভিজ্ঞ এই সাবেক অধিনায়কের যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বোর্ড।

বিপিএল ১২তম আসরের টেকনিক্যাল কমিটি

আহ্বায়ক: এএসএম রকিবুল হাসান

পদাধিকারবলে সদস্য: ইফতেখার রহমান

সদস্য: মিনহাজুল আবেদীন নান্নু ও অভি আবদুল্লাহ আল নোমান

Exit mobile version