এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপারকোপার ফাইনালে পৌঁছেছে নাপোলি। বৃহষ্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে জয় পায়। উভয়ার্ধে একটি করে গোল পায় নাপোলি। প্রথমার্ধে গোল করেন ডেভিড নেরেস। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান রাসমুস হলুন্ড।
আগামী সোমবার একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে নাপোলির মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইন্টার মিলান ও বোলোনিয়া। দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে তারা। জয়ী দলই নাপোলির মুখোমুখি হবে।
সেরি আ’তে এবারের মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াই করছে নাপোলি। বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে দলটি। তবে সময়টা ভালো যাচ্ছে না তাদের। লিগে সর্বশেষ ম্যাচে উদিনিসের কাছে হার। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে বিধ্বস্ত। এই দুই হার সঙ্গী করে সুপারকোপার ম্যাচে মাঠে নেমেছিল তারা। তবে ওই দুই হারের প্রভাব এ ম্যাচে পড়তে দেননি নেরেসরা। উভয়ার্ধে করা একটি করে গোলের সুবাদে ফাইনালে পৌঁছেছে নাপোলি।
এসি মিলানের জন্য ম্যাচটা ছিল হতাশার। ঘরোয়া লিগে নাপোলির ওপরে স্থান তাদের।শুধু তাই নয়, সুপারকোপার বর্তমান শিরোপা তাদের ঘরে। গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে নাটকীয়ভাবে হারিয়ে শিরোপা জয় করেছিল তারা। এবার একটু যেনো অধারাবাহিক তারা। লিগে সাসুউলোর কাছে পয়েন্ট হারানোর পর ডিসেম্বরের শুরুতে ল্যাজিও’র কাছে হেরে ইতালিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে দলটি। প্রতিপক্ষ মানসিকভাবে একটু বেশি দুর্বল থাকার সুযোগটা ভালোভাবেই নিয়েছে নাপোলি।
মৌসুমের মাঝামাঝি সময়ে আগের বছরের সেরি আ’র দুই শীর্ষ দল এবং ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















