বোলোনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

ইতালিয়ান সুপার কাপ

বোলোনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

সুপার কাপ জয়ের রাতে নাপোলি। ছবি: সংগৃহীত

বোলোনিয়াকে উড়িয়ে সুপার কাপ জিতল নাপোলি

দীর্ঘ এক যুগ পর ইতালিয়ান সুপার কাপে বোলোনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি । সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো এই শিরোপার দেখা পেল দলটি। দুটো গোলই করেন ডেভিড নেরেস।

ডেভিড নেরেস। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেরেস উভয়ার্ধে একটি করে গোল করেন। বিরতির কয়েক মিনিট আগে ও বিরতির কয়েক মিনিট ব্যবধানে গোল দুটো করেন এই ব্রাজিলিয়ান।

শেষ হওয়া মৌসুমের সেরি আ’র চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং ইতালিয়ান কাপের শীর্ষ দুই দলকে নিয়ে এই ইতালিয়ান সুপার কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত এটা ইতালিতে অনুষ্ঠিত হলেও ২০২৩ সাল থেকে চার দলের এই টুর্নামেন্টটি সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান চুক্তি অনুসারে সৌদি আরব ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করবে।

এবারের টুর্নামেন্টে নাপোলি, বোলোনিয়া, এসি মিলান ও ইন্টার মিলান প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে নাপোলি ২-০ গোলে এসি মিলানকে এবং বোলোনিয়া টাইব্রেকারে ইন্টার মিলান হারিয়ে ফাইনালে উঠে আসে।

ইতালিয়ান সুপার কাপের সফল দল জুভেন্টাস। এ ক্লাবটি নয়বার শিরোপা জয় করেছে। দুই মিলান সাফল্যের দেখা পেয়েছে আটবার করে।

Exit mobile version