সাকিবকে ছাড়িয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নাসুমের

সাকিবকে ছাড়িয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নাসুমের

সাকিবকে ছাড়িয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নাসুমের

সাকিবকে ছাড়িয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নাসুমের । চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা বোলিং করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪ ওভারে ৭ রানের ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সেরা বোলিংয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন নাসুম। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সিলেট টাইটান্সের হয়ে এই কীর্তি গড়েন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট।

বাঁহাতি স্পিনার হিসেবে এতদিন বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। তিনি ২০১৭ সালের আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন।

এবার নোয়খালীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের হয়ে নাসুম ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। ফলে বিপিএলে এখন বাঁহাতি স্পিনার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড নাসুমের।

এর আগে নাসুম আহমেদ ৩ বার ৪ উইকেট শিকার করলেও এই প্রথম নিলেন ৫ উইকেট। সে কারণে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং।

চলতি বিপিএল আসরে নাসুমের বোলিংই এখন পর্যন্ত কোনো বোলারের সেরা পারফরমেন্স। গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ।

সার্বিকভাবে বিপিএলে এটি বোলারদের অন্তত ৫ উইকেট শিকারের ২৫তম ঘটনা। সেরা বোলিংয়ের তালিকায় নাসুমের অবস্থান অবশ্য ৫ নম্বরে।

Exit mobile version