জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ আসবে-নাহিদ

জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ আসবে : নাহিদ

বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে খেলার স্বপ্ন দেখেন। সেখানে বাংলাদেশের নাহিদ রানা অবশ্য ব্যতিক্রম। তার স্বপ্ন ছিল জাতীয় দলে খেলা, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার তিনি জানেন, জাতীয় দলে ভালো করলে আইপিএলে বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ এমনিতেই আসবে। 

পিএসএলে ডাক পেলেও নাহিদ রানা কোনো ম্যাচ খেলতে পারেননি। আবির্ভাবে হইচই ফেলে দেওয়া এই পেসার নাম দিয়েছিলেন আইপিএলেও। তবে এখন পর্যন্ত আইপিএলে দল পাওয়া হয়নি তার। তবে আইপিএলে নিয়মিত মুখ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমান নাহিদের সাথেই জুটি বেঁধে খেলবেন রংপুর রাইডার্সে।

এ বিষয়ে নাহিদ বলেন, ‘যখনই উনার সাথে থাকি অনেক কিছু শেয়ার করে। আমিও এগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সামনে সুযোগ এলে জিনিসগুলো কাজে লাগাব।’

মুস্তাফিজের মতো বোলারকে পার্টনার হিসেবে পাওয়া তো যেনতেন কথা নয়। তরুণ এই পেসার তাই আনন্দে আটখানা, ‘ফিজ ভাইয়ের মতো বোলার বিশ্বে খুব কমই আছে। বিশ্ব ক্রিকেটে ডমিনেট করে খেলছে মাশাআল্লাহ। উনার সাথে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার আছে। জাতীয় দলে খেলেছি, ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে পারছি।’

আইপিএলে খেলা স্বপ্ন ছিল কিনা জানতে চাইলে নাহিদ বলেন, ‘স্বপ্ন একটাই ছিল, জাতীয় দলে খেলা। সামনে জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে।’

Exit mobile version