১০ জেলার অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা। দুই গ্রুপে বিভক্ত হয়ে এবার দলগুলো খেলবে। ১৫ জানুয়ারি ফাইনাল দিয়ে সমাপ্ত হবে তানভীর কনস্ট্রাকশনের (টিসিএল) পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা।
এর আগে হ্যান্ডবল ফেডারেশন এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি গ্রুপে দলগুলোকে বিভক্ত করে খেলা আয়োজন করতো। ফলশ্রুতিতে একটি দল সর্বোচ্চ দুটি করেই ম্যাচ পেতো। কিন্তু এবার দুই গ্রুপে বিভক্ত করার কারণে প্রতিটি দল ৪টি করে ম্যাচ পাবে।
পল্টনের শহিদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির। ‘ক’গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর ও ‘খ’গ্রুপে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল।
উভয় গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। তবে মাত্র ১০টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেওয়াতে প্রশ্ন তৈরি হয়েছে। এর জবাবে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন,‘অনেক জেলা ক্রীড়া সংস্থা এখনো সক্রিয় নয়। ডিসিরা (জেলা প্রশাসক) খেলাকে এই মুহুর্তে গুরুত্ব ও অগ্রাধিকার দিতে পারছেন না।’
আজ বিকেলে হ্যান্ডবল স্টেডিয়ামে ফেডারেশনের সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে মকবুল বলেন,‘জাতীয় চ্যাম্পিয়নশীপে সার্ভিসেস সংস্থার বাইরে থাকা দলগুলোর মধ্যে যারা শীর্ষ দশ তাদের নিয়েই এই টুর্নামেন্ট হচ্ছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













