প্রেসিডেন্ট কাপ জিতল নৌবাহিনী-আনসার
সুজুকি মোটর বাইক নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে নৌবাহিনী – আনসার যুগ্ম চ্যাম্পিয়ন । পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে এই প্রতিযোগিতা। সমান ৬টি করে সোনা, ৫টি করে রুপা ও ৬টি করে ব্রোঞ্জ জিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী ও আনসার।
প্রতিযোগিতায় ১টি সোনা, ১টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ ফয়েল এককে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মমিনুর রহমান। পুরুষ ইপি এককে সোনা জেতেন নৌবাহিনীর হাসান আলী। পুরুষ সেবার এককে সোনা জেতেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ কামরুজ্জামান।

নারী এককে সাফল্য
নারী বিভাগে ফয়েল এককে সোনা জিতেছেন নৌবাহিনীর তানজিলা আক্তার স্বপ্না। নারী বিভাগের সেবার এককে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের মোসা: মাহবুবা খাতুন। নারী বিভাগের ইপি একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের রাবেয়া আক্তার। পুরুষ ইপি দলগত ইভেন্টে সোনা জিতেছে নৌবাহিনী। এই দলে খেলেছেন হাসান আলী, গোপাল চন্দ্র দাস, ফারুক হোসেন ও রাফি বাবু।
পুরুষ সেবার দলগত ইভেন্টে যুগ্মভাবে সোনা জিতেছে বাংলাদেশ আনসার ও নৌবাহিনী। আনসার দলে খেলেছেন ইফতেখারুল আলম বিপুল, হাসান, মো. কামরুজ্জামান ও রাসেল মিয়া। নৌবাহিনী দলে খেলেছেন মো. আল আমিন, মো. সাদ্দাম মুজিব, গোলাম নবী ও হর গোবিন্দ রায়।
পুরুষ ফয়েল দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ আনসার। এই বিভাগে খেলেছেন মো. রিয়াজ আহমেদ, মো. মনির হোসেন, হাসান মিয়া ও মো. নেফাউর রহমান।
নারী বিভাগের ফয়েল দলগত সোনা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এই দলে খেলেছেন শেখ মাহমুদা ইমু, নাজনীন সুলতানা সুবর্ণা, সানজিদা ও মোসা. তানজিলা আক্তার স্বপ্না। নারী সেবার দলগত ইভেন্টে সোনা জিতেছে নৌবাহিনী। এই দলে খেলেছেন ফাতেমা মুজিব, চাঁদনী আক্তার, ফারজানা ইয়াসমিন নিপা ও প্রিয়াঙ্কা সিকদার।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলুতজ্জামান খান, আকিজ বশির গ্রুপের পরিচালক শেখ রাহি মোহাম্মদ আসিফ, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















