সময় পেরিয়ে গেলেও শোকজের উত্তর দেননি নাজমুল

সময় পেরিয়ে গেলেও শোকজের উত্তর দেননি নাজমুল

পরিচালক এম নাজমুল ইসলাম , ছবি : সংগৃহীত

পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিরূপ বক্তব্য দেওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার সময়সীমা থাকলেও সময় পেরিয়ে গেলেও শোকজের উত্তর দেননি নাজমুল । এখন চাইলে গঠণতন্ত্র অনুসারে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে তার বিরুদ্ধে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিরূপ মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল। এরপর তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তার পদত্যাগ ব্যতীত সব খেলা বয়কটের ডাক থাকলেও পরে সেখান থেকে সরে আসেন ক্রিকেটাররা।

৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে নাজমুলকে শোকজ নোটিস দেয় বিসিবি। তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। আজ (শনিবার) দুপুর পর্যন্ত তার কারণ দর্শানো নোটিসের জবাব দেওয়ার কথা।

নির্ধারিত সময়ে জবাব না দিলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন মিঠু,

আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই। জবাব না দিলে তার ফল তো পেতেই হবে।

সময়সীমা পেরিয়ে গেলেও নাজমুল ইসলাম কোনো উত্তর দেননি। তার সঙ্গে যোগাযোগও করতে পারেনি বিসিবি। এখন পরবর্তী পদক্ষেপ জানা যাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলাপের পর।

Exit mobile version