বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় এম নাজমুল ইসলামকে। তবে গত শনিবার বোর্ড মিটিং শেষে নাজমুল নিজেই দাবি করেন তাকে পুরোনো পদে বহাল করা হয়েছে। কিন্তু আজ মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পাননি নাজমুল ।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সে কারণে দুই দফা শোকজ নোটিস পেয়েছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। দ্বিতীয় দফায় তাকে অর্থ কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি শোকজের উত্তরও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দিয়েছেন।
শোকজের জবাব দেরিতে দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের জন্য গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিসিবি থেকে জানানো হয়। কিন্তু উল্টো গত শনিবার নাজমুল বোর্ড মিটিং থেকে বেরিয়ে দাবি করেন তাকে আবার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
অথচ ক্রিকেটারদের দাবি ছিল, নাজমুলের পদত্যাগ। এ বিষয়ে আজ মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ বলেছেন,‘এখনও লিখিত কিছু হয়নি। এটা না হওয়া পর্যন্ত আপনারা এটা বিবেচনা করবেন না।
অফিসিয়ালি নাজমুলকে পদে ফেরানো হলে ক্রিকেটাররা আবারও ফুঁসে উঠতে পারেন। এ বিষয়ে আমজাদ বলেছেন,‘লিখিত না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত না। বোর্ড সভায় শুধু তার শোকজের জবাব নিয়ে আলোচনা হয়েছে। আমি আগের দিনই বলেছি যে তিনি যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক ছিল। এর চেয়ে বেশি আলোচনা হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















