শামসুর রহমানের প্রথম শ্রেণির ক্রিকেটে বিদায়

শামসুর রহমানের প্রথম শ্রেণির ক্রিকেটে বিদায়

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে শামসুর রহমানের বিদায়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতি টানলেন শামসুর

শামসুর রহমানের প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। বিদায় বেলায় সতীর্থদের কাছে পেলেন‘গার্ড অব অনার’ তবে বিদায়ী ইনিংসটি অবশ্য খুব লম্বা হলো না। ১৭ বলে ১৭ রান করে তিনি আউট হলেন তোফায়েল আহমেদের বলে দ্বিতীয় স্লিপে মুবিন আহমেদ দিশানের দারুণ ক্যাচে।

২০০৫ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার মাঠে নেমেছিলেন শামসুর। বিসিবি একাদশের হয়ে খেলেছিলেন তিনি সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ সেই পথচলা এবার থামছে। সাদা পোশাকে শেষ ইনিংসটি তিনি খেলে ফেললেন বরিশাল বিভাগের হয়ে সোমবার। রাজশাহীতে মঙ্গলবার জাতীয় লিগের ম্যাচের শেষ দিনটিই হবে এই সংস্করণে তার ক্যারিয়ারের শেষ দিন।

শামসুর রহমানের সেই অভিষেক ম্যাচের একাদশ থেকে এখনও খেলে যাচ্ছেন কেবল আর দুজন। সেই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল সাকিব আল হাসান ও মুশফিকের। সাকিব এখন দেশে ফিরতে না পারলেও খেলে যাচ্ছেন নানা লিগে। মুশফিক তো মাঠেই আছেন শামসুরের বিদায়ী ম্যাচে।

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৩৬.২৩ গড়ে ৯ হাজার ৬০২ রান নিয়ে শেষ হচ্ছে তার ক্যারিয়ার। সেঞ্চুরি ২৩টি, ফিফটি ৪৬টি। শেষ ম্যাচের মতো শেষ মৌসুমটিও তার খুব ভালো কাটেনি। ৫ ম্যাচে ৯ ইনিংস খেলে কোনো ফিফটি তিনি করতে পারেননি।

এছাড়া বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করার সুযোগও তার হয়েছিল ২০১৪ সালে। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিফটি পাননি। ৬ টেস্টের ক্যারিয়ার শেষ ওই বছর। সুযোগ পাননি আর কখনও। শামসুর রহমানের প্রথম শ্রেণির ক্রিকেটে বিদায়ের শেষ ইনিংসটির পর সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়ায় মিশে থাকল মিশ্র অনুভূতির ছোঁয়া।

Exit mobile version