আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর । বিসিসিআইয়ের সিদ্ধান্তের কড়া সমালোচনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর।
গত মঙ্গলবার জম্মুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা দুই দেশের ক্রীড়াসম্পর্ককে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ওমর আব্দুল্লাহ বলেন,
বেচারা খেলোয়াড়টার দোষ কী? আমি মানি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ; কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। এখনো ভালো আছে। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, আমাদের কোনো ক্ষতিও করেনি। আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকিতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ওমর আব্দুল্লাহ বলেন,
একজন খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশিরা বলছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি খেলোয়াড়দের বলির পাঁঠা না বানিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি সমাধানের আহ্বান জানান।
আমরা খেলাকে খেলা হিসেবে দেখি। যারা খেলাকে রাজনীতির সঙ্গে জড়ায়, তাদের জিজ্ঞেস করুন। তারা যখন দল দেখে, তখন খেলোয়াড়দের ধর্ম দেখে। তারা ধর্ম ছাড়া আর কিছুই দেখে না। ফুটবল দলে মুসলমান বেশি থাকলে তাদের আপত্তি থাকে। ক্রিকেট দলে মুসলমান কম থাকলে তাদের কোনো আপত্তি থাকে না। তারা শিক্ষা, খেলাধুলা সবকিছুতেই ধর্ম খোঁজে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















