আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নেপালের ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দেবেন রোহিত পাউদেল। দলে রয়েছে চমকও। বিশ্বকাপ বাছাইপর্ব উতরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেপাল।
বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কুশল মাল্লা ও পেসার মোহাম্মদ আদিল আলম। দলে চমকের নাম শের মাল্লা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নেপাল প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন এই ক্রিকেটার। আসরে ১০ ম্যাচ খেলে ১৭ শিকার ধরে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা। তার সমান ১৭ উইকেট পাওয়া নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেও আছেন বিশ্বকাপ দলে। এই মুহুর্তে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে খেলছেন এই লেগ স্পিনার।
দলে ফিরেছেন ব্যাটার বশির আহমেদ। নেপালের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে এক ফিফটিতে ১২৩ রান করেছেন তিনি। এছাড়াও দলে আছেন দীপেন্দ্র সিং আইরে, কুশল ভুরতেল, আসিফ শেখ, কারান কেসি, গুলশান ঝারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে নেপাল। যেখানে তাদের গ্রুপসঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি।
নেপালের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড : রোহিত পাউদেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরে, সন্দীপ লামিচানে, কুশাল ভুরতেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বশির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নান্দান যাদব, গুলশান ঝা, লালিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।
