বাছাইপর্বে ফর্মের তুঙ্গে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা ৪ ম্যাচ জিতেছে এবং সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখন দলকে নিয়ে নতুন আশার কথা জানালেন লেগস্পিনার রাবেয়া খান।
চলমান নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ দল। দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরে খেলা। তাই দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা।
এখন সুপার সিক্সের বাকি দুই ম্যাচও জেতার লক্ষ্য বাংলাদেশ দলের। রাবেয়া এক ভিডিও বার্তায় বলেছেন,‘আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি। এসব বাছাইপর্বে নিজেদের খুব কঠিন সময় দিতে হয়, কারণ খুব চিন্তার বিষয় থাকে কখন কি হয় না হয়। এদিক থেকে আমরা খুব নিয়ন্ত্রণ করেই ৫ ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেছি, তাই আমরা অনেক খুশি।’
এখন পর্যন্ত টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ও ১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে বাছাইপর্ব শেষ হবে নিগার সুলতানা জ্যোতিদের।
তবে বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এসেছে বাংলাদেশের মেয়েরা। এ বিষয়ে রাবেয়া বলেছেন,‘স্কটল্যান্ডের সাথে খেলব। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা এই দলকে ছোট করে দেখব না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলব। দলের প্রত্যেক প্লেয়ারই ভালো অবস্থায় আছে। তারা র্যাংকিংয়েও এগোচ্ছে। বোলার-ব্যাটার সবাই ভালো ছন্দে আছে। আশা করি এটা সামনে কাজে দেবে।’
