বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য ঘরোয়া বড় লিগে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পান না। সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নামে এবার সেই বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন আসর আয়োজন করবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই এই আসরটি মাঠে গড়াবে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতেই এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরিই এই লিগের মূল লক্ষ্য।
মূলত যে-সব খেলোয়াড় নিয়মিত বড় লিগে খেলার সুযোগ পান না, তাদের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। টুর্নামেন্টটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া আসরটিতে অংশ নেবে ৬টি থেকে ৮টি দল। খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচক প্যানেল।
বিসিবির সিদ্ধান্ত অনুসারে যে-সব ক্রিকেটার সুযোগ পাবেন :
১. বিপিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬ এর নিলামে অবিক্রীত ক্রিকেটাররা।
২. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
প্রতিটি দলের ম্যানেজম্যান্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে থেকেই নিয়োগ দেবে। টুর্নামেন্টের সব আর্থিক ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সবকিছুই বিসিবি পরিচালনা করবে। দল গঠন, ম্যাচ সূচি ও অন্যান্য কার্যক্রমের বিস্তারিত দ্রুতেই জানাবে বিসিবি।
