আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের । বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন টিম রবিনসন। গত টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো এই ব্যাটারকে দলে না রাখাটা অনেকের কাছেই বিস্ময়কর।
স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার পুরোপুরি ফিট নন। লকি ফার্গুসন ও ম্যাট হেনরি পায়ের পেছনের পেশির চোট কাটিয়ে ফেরার পথে। আর ফিন অ্যালেন, মার্ক চাপম্যান ও অধিনায়ক মিচেল সান্টনারও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। তবু তাদের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই দলে রাখা হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে,
চোটে থাকা সব খেলোয়াড়ই পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে ওঠার পথেই আছেন। ফার্গুসন ও হেনরির ক্ষেত্রে টুর্নামেন্ট চলাকালে স্বল্পমেয়াদি পিতৃত্বকালীন ছুটির সম্ভাবনাও রয়েছে।
দলে অভিজ্ঞতার ঘাটতি রাখেনি নিউজিল্যান্ড। অ্যাডাম মিলনে ও জিমি নিশামকে ফিরিয়ে আনা হয়েছে, পাশাপাশি স্পিনবান্ধব ভেন্যুর কথা মাথায় রেখে স্পিন বিভাগও শক্তিশালী করা হয়েছে। স্যান্টনার ও ইশ সোধির সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি। রিজার্ভ: কাইল জেমিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















