ভারতের বিপক্ষে সিরিজ
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা । ওয়ানডে দলের নেতৃত্বে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল। আর টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার। গতকাল এই দল ঘোষণা করা হয়েছে।
নুতন বছরের শুরুতেই শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ১১ জানুয়ারি শুরু ৫০ ওভারের সিরিজ। আর ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হচ্ছে।

একদিনের সিরিজে ব্রেসওয়েলের নেতৃত্ব রয়েছে ১৫ ক্রিকেটার। টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটার এ দলে রয়েছে। বর্তমান টি-টোয়েন্টি দলটিই বিশ্বকাপের চূড়ান্ত দল। ইনজুরি সমস্যা না হলে এ দলে কোনো পরিবর্তন ঘটবে না।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, মিচ হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জায়ডেন লেনক্স, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রাই এবং উইল ইয়াং।
টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জেকব ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং ইশ সোধি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















