টানা তিন হারের পর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে টানা ৩ হারে। তবে চতুর্থ ম্যাচে ৫০ রানের জয়ে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী নিউজিল্যান্ড। আজ বিশাখাপত্তমে পাওয়া এই জয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে কিউইরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড উদ্বোধনী জুটিতেই ১০০ রান পেয়েছে। ২৩ বলে ৪ চার, ৩ ছক্কায় ৪৪ রানে ডেভন কনওয়ে সাজঘরে ফেরে কুলদীপ যাদবের স্পিনে নবম ওভারে। পরের ওভারেই রাচিন রবীন্দ্রকে (২) ফেরান জাসপ্রিত বুমরাহ।

তবে টিম সেইফার্ট হাফ সেঞ্চুরি করেন এবং ৩৬ বলে ৭ চার, ৩ ছয়ে ৬২ রানে আউট হন। মার্ক চ্যাপম্যান ৯ রানে সাজঘরে ফিরলেও ড্যারিল মিচেল মাত্র ১৮ বলে ২ চার, ৩ ছয়ে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সেইফার্ট ঝড়ো ইনিংস খেলেন, ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড শেষ ৪ ওভারে ৫২ রান যোগ করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে। গ্লেন ফিলিপস ১৬ বলে ৩ চার, ১ ছয়ে ২৪ রান করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং ও কুলদীপ ২টি করে উইকেট নেন।

জবাবে ৯ রানেই ২ উইকেট হারানো ভারত তৃতীয় উইকেটে ৪৬ রান পায়। কিন্তু সেখান থেকে ৮২ রানেই ৫টি উইকেট খুইয়েছে তারা। সঞ্জু স্যামসন ১৫ বলে ৩ চার, ১ ছয়ে ২৪ ও রিংকু সিং ৩০ বলে ৩ চার, ২ ছয়ে ৩৯ রানে আউট হয়েছেন।

৬ষ্ঠ উইকেটে শিভম দুবে ও হর্ষিত রানা ৬৩ রানের জুটি গড়েন। তবে দুবে একাই ঝড় তোলেন এবং ২৩ বলে ৩ চার, ৭ ছক্কায় ৬৫ রানে আউট হওয়ার পর ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।

ভারত ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়। মিচেল স্যান্টনার ৪ ওভারে ২৬ রানে ৩টি এবং জ্যাকব ডাফি ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড- ২১৫/৭; ২০ ওভার (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪, মিচেল ৩৯; অর্শদীপ ২/৩৩, কুলদীপ ২/৩৯)।

ভারত- ১৬৫/১০; ১৮.৪ ওভার (দুবে ৬৫, রিংকু ৩৯, স্যামসন ২৪; স্যান্টনার ৩/২৬, ডাফি ২/৩৩, সোধি ২/৪৬)।

ফল : নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।

ম্যাচসেরা : টিম সেইফার্ট।

সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে।

Exit mobile version