ইতিহাস গড়ে ভারতের মাটিতে সিরিজ জয় নিউজিল্যান্ডের

ইতিহাস গড়ে ভারতের মাটিতে সিরিজ জয় নিউজিল্যান্ডের

ভারতের মাটিতে সিরিজ জয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড।

প্রথমবার ইতিহাস গড়ে ভারতের মাটিতে সিরিজ জয় নিউজিল্যান্ডের । ইন্দোরে গত রোববার (১৮ জানুয়ারি) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। এর আগে ভারতের মাটিতে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হারের তেতো স্বাদ পেয়েছিল কিউইরা। এবার ২-১ ব্যবধানের জয়ে ইতিহাস রচনা করল তারা।

ভারতের বিপক্ষে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস জোড়া সেঞ্চুরি।

এদিন তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ৫ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বিশাল সংগ্রহ এনে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। ফিলিপস ১০৬ এবং মিচেল খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। শেষ চার ওয়ানডে ইনিংসে তৃতীয় সেঞ্চুরি ছিল এটি মিচেলের। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস কিউইদের বড় ইনিংস গড়ে দেয়।

জবাবে রোহিত ও গিলের ব্যাটে দারুণ শুরু করে ভারত। তবে ১১ রান করে রোহিত শর্মা ফিরে যান। এরপর ক্রিজে নামেন কোহলি। শেষ পর্যন্ত ভারতের জয়ের জন্য লড়েছেন তিনি। অপরপ্রান্তে কোহলি সহায়তা করেছেন নিতিশ রেড্ডি ও রানা। রেড্ডি ৫৩ এবং রানা খেলেন ৫২ রানের ইনিংস। বিরাট কোহলি করেছেন ১২৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার ৫৪তম শতক। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে শতক হলো ৮৫টি। ১০০ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

কোহলি বিদায় নেওয়ার পরই রান আউট হন কুলদীপ যাদব। তার উইকেট হারানোর মধ্য দিয়ে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version