মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে গতকাল বুধবার ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ওপেনাররা । আর ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দিনের খোঁজ পেলেন মাত্র এক উইকেটে। টম লেথাম ও ডেভন কনওয়ের দারুণ ব্যাটিংয়ে মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা সম্পূর্ণ কিউইদের দখলে ছিল।
এক উইকেটে হারিয়েও কিউইরা তুলেছে ৩৩৪ রান। দিনের শেষের দিকে কেমার রোচ লেথামের উইকেট নিলেও কোনো বড় ক্ষতি হয়নি। লেথাম ২৪৬ বলে ১৩৭ রান করে আউট হন, আর কনওয়ে ২৭৯ বলে ১৭৮ রানে অপরাজিত আছেন। ৩২৩ রানে নিউজিল্যান্ড হারায় তাদের প্রথম উইকেট। এটা ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিলস-ডেম্পস্টারের ২৭৬ রানের রেকর্ড ভেঙে গেছে গতকাল লেথাম-কনওয়ের ওপেনিং জুটির মাধ্যমে। ঘর-বাইরে মিলিয়ে শেষবার নিউজিল্যান্ডের ওপেনাররা প্রথম উইকেটে ৩০০’র বেশি রান করেছিল ১৯৭২ সালে, গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও এই জুটি সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের মালিক। দিনের শেষে কনওয়ের ষষ্ঠ সেঞ্চুরি ও লেথামের টেস্ট ক্যারিয়ারের ১৫তম শতক কিউইদের জয় এবং ইতিহাসের পথে এক মাইলফলক তৈরি করেছে।
