নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে সান্তোস। নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ এ বছরই শেষ হয়ে যাবে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসের থাকছেন নেইমার।
ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার বর্তমানে ছুটিতে রয়েছেন। যুক্তরাষ্ট্র সফর করছেন। তার বাবা সিনিয়র নেইমার এবং এজেন্ট চুক্তির কাজ শেষ করেন।
লম্বা একটা সময় তিনি হাঁটুর ইনজুরিতে ভুগছেন। তা সত্ত্বেও সান্তোসে মৌসুমের শেষ সময়টা দারুণ কাটিয়েছেন। শেষ তিন ম্যাচে চার গোল করেছেন। তার এই পারফরম্যান্সে ভর করে সান্তোস রেলিগেশনের হাত থেকে রক্ষা পেয়েছে।
বার্সেলোনার সাবেক এ তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য লড়ে যাচ্ছেন। হাঁটুর ইনজুরি তার জাতীয় দলে সুযোগ পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাঁটুর ইনজুরি থেকে মুক্তি পেতে এ মাসেই তিনি ডাক্তারের ছুরির নিচে যাবেন। অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে তার এক মাস সময় দরকার হতে পারে। এই ইনজুরির কারণে গত দুই বছর জাতীয় দলের বাইরে তিনি। ২০২৩ সালের অক্টোবরে তিনি জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেন।
গত জানুয়ারিতে নেইমার সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেন। ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে ৩০ ম্যাচে তিনি এক ডজন গোল করেছেন। আর গোলে সহায়তা করেছেন ছয়টিতে।
