খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার!

খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার

নেইমার , ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ত্যক্ত বিরক্ত হয়ে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার । সে কারণে ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন- এমন তথ্য দিয়েছেন নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র।

লম্বা সময় ধরে নেইমার পায়ের ইনজুরিতে ভুগছেন। এ অবস্থায় সান্তোসের হয়ে শেষ হওয়া মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলকে রেলিগেশনের হাত থেকে রক্ষা করেছেন। দলের মিশন শেষ হতেই গত ২২ ডিসেম্বর ইনজুরি মুক্ত হতে ডাক্তারের শরনাপন্ন হন।

নেইমবারের বাবা বলেন, নেইমার মেনিসকাস ইনজুরিতে ভুগছিলেন। এ অবস্থায় তার সঙ্গে দেখা হলে সে খেলা ছেড়ে দেওয়ার কথা জানায়। অস্ত্রোপচারের খবর আমরা তাকে জানানোর আগেই সংবাদমাধ্যমে তা প্রকাশ হয়ে যায়। তখন পরিস্থিতি আরও জটিল হযে পড়ে। আমি তাকে দুটো বিষয়ের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিই। মাঠে ফেরার দিকে মনোযোগী হও। সে সঙ্গে বিশ্বকাপের কথা মাথায় রাখ। যদি তুমি অস্ত্রোপচার করাও তাহলে আমরা তোমার ফিরে আসার ব্যাপারে মনোযোগী হব। তুমি সুস্থ হয়ে উঠবে। আমরা তোমার সঙ্গে আছি।

Exit mobile version