ইনজুরি কাটিয়ে ফেরার পথে নেইমার
অবশেষে কাটাছেঁড়া হলো নেইমারের সফল অস্ত্রোপচার বাম হাঁটুর। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ডাক্তার জানিয়েছেন, সফলভাবে শেষ হয়েছে নেইমারের হাঁটুর অস্ত্রোপচার।
লম্বা একটা সময় ধরে হাঁটুর সমস্যা ভুগছিলেন নেইমার। যার ফলে মাঠে শতভাগ দিতে পারছিলেন না। হাঁটুর সমস্যাকে সঙ্গী করে সান্তোসের হয়ে লড়াই চালিয়ে গেছেন। সফলভাবে সান্তোসকে রেলিগেশন এড়াতে সহায়তা করেছেন। এবার সহায়তার পালা জাতীয় দলকে।
ইনজুরির কারণেই লম্বা একটা সময় জাতীয় দল থেকে দূরে নেইমার। ২০২৩ সাল থেকে ইনজুরির কারণে দলে ঢুকতে পারছিলেন না জাতীয় দলের এই তারকা। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তিও তাকে এই ইনজুরির কারণে জাতীয় দলের জন্য বিবেচনা করছিলেন না। অস্ত্রোপচারের পর জাতীয় দলের হয়ে খেলার আশা করছেন ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা নেইমার।
জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ১৮ মাস সৌদি ক্লাব আল হিলালে থাকার পর গত জানুয়ারিতে দেশে ফিরে আসেন। শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন। হাঁটুর ইনজুরি নিয়েই সান্তোসকে রেলিগেশন এড়াতে সহায়তা করেন। লিগের শেষ দিকে এসে দারুণ লড়েছেন নেইমার। পাঁচ ম্যাচে চার গোল করে দলকে রেলিগেশন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এ বছরই সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হয়ে যাবে। তবে তার আশা সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদটা বাড়ানো হবে।
