আফ্রিকা কাপ অব নেশনসে মোজাম্বিককে উড়িয়ে কো. ফাইনালে নাইজেরিয়া । মরক্কোয় চলমান আসরে সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় নাইজেরিয়া ৪-০ গোলে জয় পেয়েছে। ভিক্টর অসিমহেন করেছেন জোড়া গোল। অন্য দুই গোলদাতা আদেমোলা লুকমান ও অ্যাকর অ্যাডামস।
নাইজেরিয়া ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে। যার ফলে প্রথমার্ধে তারা দুই গোলে এগিয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানো জোড়া গোলের সুবাদে নাইজেরিয়ার ম্যাচ জয়ের কাজটা অনেকখানি এগিয়ে যায়। লুকমান ২০ মিনিটে এবং অসিমহেন ২৫ মিনিটে এই গোল করেন। বিরতির আগে নাইজেরিয়া আর কোনো গোল পায়নি।

বিরতির পর শুরুতেই আবার গোল করেন অসিমহেন। ম্যাচের শেষ দিকে অ্যাডামস স্কোরশিটে নাম লেখান। ফলে প্রথমবারের মতো নক আউটে খেলতে আসা মোজাম্বিকের মিশনটা মোটেও স্বস্তির হয়নি। নাইজেরিয়ার একের পর এক আক্রমণে তারা অনেকটাই দিশেহারা হয়ে যায়। তাদের আক্রমণভাগও ছিল অনেকটা নিষ্ক্রিয়। নাইজেরিয়ার রক্ষণভাগের জন্য তারা কোনো আতঙ্ক তৈরি করতে পারেনি।
শেষ সময়ে গোলের ব্যবধান আরও বাড়াতে পারতো। কিন্তু সুযোগ নষ্ট করায় তা আর হয়নি।
কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আলজেরিয়া ও কঙ্গোর মধ্যেকার ম্যাচে জয়ী দলই তাদের প্রতিপক্ষ হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













