শতভাগ জয় নিয়ে নক আউটে নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনস

শতভাগ জয় নিয়ে নক আউটে নাইজেরিয়া

নক আউটে শক্তিশালী নাইজেরিয়া। ছবি: সংগৃহীত

নক আউটে শতভাগ জয়ী নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনসে শিরোপা প্রত্যাশী শতভাগ জয় নিয়ে নক আউটে নাইজেরিয়া । গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা উগান্ডাকে ৩-১ গোলে হারিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে তাঞ্জানিয়া ও তিউনিসিয়া ১-১ গোলে ড্র করেছে। ড্র’র ফলে ৪ পয়েন্ট নিয়ে নাইজেরিয়ার সঙ্গে নক আউট পর্বে পৌঁছেছে তিউনিসিয়া।

নাইজেরিয়ার হয়ে ওনুয়াচু ও অনয়েডিকা গোল করেন। অনয়েডিকা করেন জোড়া গোল। দুটো গোলই তিনি করেন দ্বিতীয়ার্ধে। ২৮ মিনিটে ওনুয়াচু প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। তবে দ্বিতীয়ার্ধটা নাইজেরিয়ার জন্য ছিল অনেকটা সহজ। কেননা এ অর্ধের শুরুতেই উগান্ডাকে একজন কম নিয়ে খেলতে হয়। উগান্ডার গোলরক্ষক জামাল সেলিম বক্সের বাইরে হাত দিয়ে বল ধরায় তাকে লাল কার্ড দেখানো হয়।

একজন বেশি নিয়ে খেলার সুযোগ পুরোটাই কাজে লাগায় নাইজেরিয়া। পরের কয়েক মিনিটেই জোড়া গোল করে তারা। অনয়েডিকার জোড়া গোলের সুবাদে নাইজেরিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে এসে উগান্ডা একটা সান্ত্বনাসূচক গোল করে।

২০০৮ সালের পর এই দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে পৌঁছালো নাইজেরিয়া। চার বছর আগে ক্যামেরুনে এই সাফল্য দেখিয়েছিল তারা।

এদিন অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের খেলায় সেনেগাল ৩-০ গোলে বেনিনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। একই ব্যবধানে কঙ্গো হারিয়েছে বটসওয়ানাকে। সেনেগালের পাশাপাশি সমান ৭ পয়েন্ট নিয়ে কঙ্গো নক আউট পর্বে পৌঁছেছে।

Exit mobile version