আফ্রিকান কাপে দাপুটে জয় নাইজেরিয়ার
আফ্রিকান কাপ অব নেশনসে ঈগলস খ্যাত টানা দ্বিতীয় জয়ে নাইজেরিয়া নক আউটে । মরক্কোয় চলমান টুর্নােমেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা তিউনিসিয়াকে ৩-২ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে নাইজেরিয়ার নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া তিউনিসিয়াকে গ্রুপের শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
ম্যাচ শেষে যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে শুরুতে মোটেও তেমন ছিল না। বরং এক পর্যায়ে নাইজেরিয়া তিন গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধে ব্যবধান ছিল ১-০। ভিক্টর ওসিমহেন করেন গোলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে উইলফ্রেড এনদিদি ও আদেমোলা লুকম্যান গোল করে নাইজেরিয়াকে সহজ জয়ের পথে এগিয়ে নেন।
কিন্তু শেষ সময়ে তিউনিসিয়া ম্যাচ জমিয়ে তোলে। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান ৩-২ করে। মনতাসার তালবি প্রথমে ব্যবধান কমান। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে আলী আবদি গোল করে ম্যাচ জমিয়ে তোলে।
দুর্ভাগ্য তিউনিসিয়ার। শেষ মুহুর্তে সমতায় আনার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ফেরজানি সাসির হেড পোস্টে ঘেঁষে বাইরে চলে যায়।
গ্রুপের অন্য ম্যাচে তাঞ্জানিয়া ও উগান্ডা ১-১ গোলে ড্র করেছে। উভয় দলের এটি প্রথম পয়েন্ট।
এক নজরে ফল:
নাইজেরিয়া ৩-২ তিউনিসিয়া
উগান্ডা ১-১ তাঞ্জানিয়া
সেনেগাল ১-১ কঙ্গো
বেনিন ১-০ বটসওয়ানা
