বিপিএলে খেলা হচ্ছে না কুশল মেন্ডিসের

বিপিএলে খেলা হচ্ছে না কুশল মেন্ডিসের

এবারের বিপিএলে দেখা যাবে না লঙ্কান তারকা । ছবি: সংগৃহীত

বিপিএল থেকে নাম প্রত্যাহার কুশল মেন্ডিসের

বিপিএলে খেলা হচ্ছে না লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসের। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের এবারের আসরে খেলার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে বিপিএলে খেলা হচ্ছে না কুশল মেন্ডিসের । একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

শারীরিক অসুস্থতায় বিপিএল মিস কুশল মেন্ডিসের। ছবি: সংগৃহীত

গত সপ্তাহেই দুবাইয়ে মেন্ডিসের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত এই অস্ত্রোপচার প্রয়োজন হয়। এরপর থেকে বিশ্রামেই আছেন লঙ্কান এই ব্যাটার। তবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর ফলে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না মেন্ডিসের। এই টুর্নামেন্ট খেলতে গিয়েই শারীরিক জটিলতায় পড়েন মেন্ডিস।

এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। আইএল টি-টোয়েন্টির বাকি অংশ তো বটেই বিপিএলেও খেলা হচ্ছে না লঙ্কান এই ব্যাটারের। এখনও পর্যন্ত তার দল শারজাহ ওয়ারিয়র্স তার বিকল্প ঘোষণা করেনি। এদিকে নোয়াখালীতে অবশ্য তার বিকল্প হিসেবে আছেন জনসন চার্লস।

সবকিছু ঠিক থাকলে সৌম্য সরকারের সঙ্গে চার্লসকেই নোয়াখালীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে। এর বাইরে হাবিবুর রহমান সোহানেরও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। ফলে ভাবনার খুব বেশি কারণ নেই নোয়াখালীর।

Exit mobile version