যুব এশিয়া কাপেও ‘নো হ্যান্ডশেক’ ভারত-পাকিস্তান

যুব এশিয়া কাপেও ‘নো হ্যান্ডশেক’ভারত-পাকিস্তান

বড়দের পর এবার যুব এশিয়া কাপেও নো হ্যান্ডশেক ভারত-পাকিস্তান। আজ রোববার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এদিন টসের সময় আয়ুশ তো বটেই, পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও সৌজন্যতা দেখিয়ে হাত মেলানোর কোনো আগ্রহ দেখাননি।

পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দুই অধিনায়কের মধ্যে চোখাচোখিও হয়নি। সঞ্চালকের কাছে টসের প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের ড্রেসিংরুমে ফিরে যান তারা।

চলতি বছর মে মাসে বড়দের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে এমন ঘটনা ঘটে। যা নিয়ে ক্রিকেট দুনিয়ার আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও এই সৌজ্যনতা এড়িয়ে যায় দুই দল। এমনকি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভীর কাছ থেকে ট্রফি নিতে নারাজ ছিল ভারত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও ট্রফি দিতে অস্বীকৃতি জানান। এখনো ট্রফি ভারত হাতে পায়নি, এই সমস্যার সমাধানে কাজ করছে দুই দেশের বোর্ড। এরপর নারীদের বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। দুই দেশের মধ্যে দূরত্ব যে ক্রিকেট মাঠেও কমেনি, তারই দৃষ্টান্ত তৈরি হলো যুব এশিয়া কাপে।

Exit mobile version