বড়দিনেও ছাড় নেই ম্যানসিটির খেলোয়াড়দের

বড়দিনের ছুটি মানেই একটু ঢিলেঢালা সময়। কিন্তু বড়দিনেও ছাড় নেই ম্যানসিটির খেলোয়াড়দের । ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে এবারও কঠোর

পেপ গার্দিওলা। ছবি: কালেক্টেড

বড়দিনের ছুটি মানেই একটু ঢিলেঢালা সময়। কিন্তু বড়দিনেও ছাড় নেই ম্যানসিটির খেলোয়াড়দের । ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে এবারও কঠোর অবস্থান নিয়েছেন কোচ পেপ গার্দিওলা। ছুটি শেষে ক্লাবে ফিরেই ওজন মাপার মুখে পড়তে হবে সিটির খেলোয়াড়দের। কারও ওজন বেড়ে গেলে, সরাসরি বাদ পড়তে পারেন ম্যাচ স্কোয়াড থেকে।

গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রেখেছে সিটি। তবে এই জয়ের পরও স্বস্তিতে নেই গার্দিওলা। ইত্তিহাদে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা এই স্প্যানিশ কোচ জানান, বড়দিনের বিরতির আগে প্রতিটি খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে।

ওয়েস্ট হ্যাম বনাম ম্যানসিটি ম্যাচের ছবি। ছবি: কালেক্টেড

গার্দিওলা বলেন,

প্রতিটি খেলোয়াড়ের ওজন আমাদের কাছে আছে। তারা ২৫ তারিখে ফিরে আসবে এবং আমি নিজেই দেখব কার ওজন কতটা বেড়েছে। তারা মোটা হয়ে এসেছে কি না, সেটা আমি জানতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘তারা খেতে পারে, ছুটি উপভোগ করতে পারে, কিন্তু সেটার একটা সীমা থাকতে হবে। আমি সেটা নিয়ন্ত্রণে রাখতে চাই।

কঠোর বার্তাটা এখানেই শেষ নয়।

গার্দিওলার স্পষ্ট ঘোষণা,

কেউ যদি অতিরিক্ত ওজন নিয়ে ফেরে, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। সিটি কোচের ভাষায়, ‘ভাবুন একজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল, কিন্তু তিন কেজি বেশি ওজন নিয়ে ফিরে এলো। সে ম্যানচেস্টারেই থাকবে। নটিংহ্যাম ফরেস্টে যাবে না।’

তবে গার্দিওলা এটাও মানছেন, ব্যস্ত সূচির মাঝে খেলোয়াড়দের মানসিক বিশ্রাম জরুরি। তিনি বলেন, ‘সূচি এতটাই ঠাসা যে মাঝে মাঝে ফুটবল থেকে দূরে থাকা দরকার। পরিবারকে সময় দেওয়া দরকার। তারা যত ভালো অবস্থায় ফিরবে, ম্যাচে তাদের পায়ে তত বেশি সতেজতা থাকবে।’

নিজের ক্ষেত্রেও ছাড় দিচ্ছেন না গার্দিওলা। স্বল্প বিশ্রামের জন্য তিনি বার্সেলোনায় যাচ্ছেন বলেও জানান। সঙ্গে রসিকতা করে যোগ করেন, ‘প্রতিদিন ম্যানেজারকে দেখা খুব কঠিন। খেলোয়াড়দেরও একটু নিঃশ্বাস নেওয়ার দরকার আছে।’

বড়দিনের টেবিলে কী আছে, সেটা হয়তো খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়। কিন্তু গার্দিওলার দলে ফিটনেসই শেষ কথা। অতিরিক্ত এক কেজি ওজনও যে ম্যাচডে স্কোয়াডের বাইরে ছিটকে পড়ার কারণ হতে পারে, সেটা আবারও মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির এই কঠোর কোচ।

Exit mobile version