চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে টিকে থাকার লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ১২৭ রানের টার্গেট দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টস হরে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেল যায় তারা। বল হাতে চট্টগ্রামের পেসার শরিফুল ৩.৫ ওভারে ৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া মেহেদী হাসান ১ ওভারে ১২ রান দিয়ে নেন তিনটি উইকেট।
শুক্রবার মিরপুরে বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নোয়াখালী। শুক্রবার মিরপুরে শেরে-ই-বাংলায় বাঁচা মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন হাসান এইসাখিল ও সৌম্য সরকার। দারুণ শুরুর পর ৮ বলে ১৪ রান করে বিদায় নেন সৌম্য সরকার। এরপর হাসান এইসাখিল দারুণ শুরুর পর ২৫ রান করে বিদায় নেন।
দলীয় ৪৯ রানে দুই ওপেনারকে হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নোয়াখালী। এরপর হায়দার আলী ১২, জাকের আলী ২৩, মুনিম শাহরিয়ার ১, হাবিবুর রহমান ১১, ও হাসান মাহমুদ ৪ রান করে বিদায় নেন। ১৫.৩ ওভারে দলীয় ১০৬ রানে ৮ উইকেট হারায় তারা।
শেষ দিকে দলের পক্ষে একাই লড়াই করেন সাব্বির হাসান। এছাড়া নোয়াখালীর আর কেউ সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় বিপিএলের নবাগত দলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















