টানা হার কাটিয়ে জয়ে ফিরতে চায় নোয়াখালী
বিপিএলে প্রথমবার অংশ নিয়ে টানা দুই ম্যাচে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। শনিবার সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ১ উইকেটে হেরে যায়। টানা হার থেকে ঘুরে দাঁড়ানোর আশা নোয়াখালীর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

সিলেটের বিপক্ষে হারের ম্যাচ শেষে অঙ্কন বলেছেন,
এখানকার কন্ডিশনে প্রথম ৩-৪ ওভার চ্যালেঞ্জিং। বল অনেক ভালো মুভ করে। সবাই হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেনি। নতুন ব্যাটারের জন্য খেলা কঠিন ছিল। আশা করি (নোয়াখালী) ভালোভাবে কামব্যাক করবে। এই ম্যাচে সবসময় বিশ্বাস ছিল ভালো জুটির পর ভালো ব্রেকথ্রু এনে দিলে ভালো করতে পারব। কিছুটা আনলাকি যে ম্যাচটা জিততে পারিনি।
নোয়াখালীর বোলারদের কাজটা কঠিন করে তোলে বলে দাবি অঙ্কনের, ‘আমরা ওভাররেটে পিছিয়ে ছিলাম, যে কারণে বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয়েছে। বোলারের জন্যও কঠিন ছিল, শিশির ছিল, আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব। তবে করতে পারিনি।
এছাড়া তিনি বলেন,
আসলে টপ অর্ডার চাচ্ছে দ্রুত যেন এডজাস্ট করতে পারে। আমরা চাই, ওরাও চায়। আসলে বিপিএলে এমনটা হয়। যারা খেলছে তাদেরও সামর্থ্য রয়েছে। ১-২ ম্যাচেই জাজ না করা ভালো। আশা করছি দল হিসেবে ভালোভাবে কামব্যাক করতে পারব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















