বিপিএলের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে নোয়াখালী এক্সপ্রেস। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে চার উইকেট হারিয়েছে দলটি।
ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। অর্থাত ১৮ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। প্রথমে ফিরে যান সৌম্য সরকার। ইমাদ ওয়াসিমের ফুলার লেংথের বলে কাভারে খেলতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য সরকার। ছয় বলে এক রান আসে তার ব্যাটে।
পরের ওভারে হাবিবুর রহমান সোহানও ফিরে যান। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন সোহান। তার ব্যাটে আসে ১৩ বলে ছয় রান। মুনিম শাহরিয়ারও টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের ফুলার লেংথের ডেলিভারিটি ডাউন দ্যা গ্রাউন্ডে খেলতে গিয়ে বোল্ড হন ছয় বলে দুই রান করা মুনিম।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশ: হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, মাজ সাদাকাত, আবু হাসিম, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), হায়দার আলী (অধিনায়ক), হাসান মাহমুদ, জাহির খান ও রেজাউর রহমান রাজা।
ঢাকা ক্যাপিটালসের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, আবদুল্লাহ আল মামুন II, ইরফান সুক্কুর, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও জিয়া শরিফি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















