টস জিতে ব্যাট করছে নেয়াখালী এক্সেপ্রেস
নবি-সৌম্যকে নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নোয়াখালী , সিলেটে বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে নোয়ালাখী ও সিলেট। এ ম্যাচে একাদশে টস জিতে ব্যাট করছে নেয়াখালী এক্সেপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।

এদিন টস হেরে ফিল্ডিং করতে হচ্ছে সিলেট টাইটান্সকে। নোয়াখালীর ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী টস জিতে ব্যাটিং নিয়েছেন।নোয়াখালীর একাদশে নবি-সৌম্য। একাদশে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী। মোহাম্মদ নবি, সৌম্য সরকার এবং মুনিম শাহরিয়ারকে খেলাচ্ছেন তারা। সিলেটের একাদশে আছেন মঈন আলী।
সিলেট টাইটান্স একাদশ: মঈন আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, তৌফিক খান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), ইথান ব্রুকস, আফিফ হোসেন, আজমতউল্লাহ ওমরজাই, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ: সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), হায়দার আলী (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুনিম শাহরিয়ার, হাসান মাহমুদ, বিলাল সামি, মেহেদী হাসান রানা, জাহির খান, আবু জায়েদ রাহী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















