রাজশাহীকে ১৫২ রানের টার্গেট দিল নোয়াখালী

রাজশাহীকে ১৫২ রানের টার্গেট দিল নোয়াখালী

রাজশাহীকে ১৫২ রানের টার্গেট দিল নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)র ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। বৃহস্পতিবার সিলেটে এই ম্যাচে রাজশাহীকে ১৫২ রানের টার্গেট দিল নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। টানা পাঁচ ম্যাচে হারের পর এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নোয়াখালী। ওপেনিং জুটিতে ৭.৫ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলে শাহাদাত হোসেন ও সৌম্য সরকার। শাহদাত ৩০ রানে বিদায়ে নেওয়ার পর ফিফটি পূর্ণ করেন সৌম্য।

 দলীয় ১২৩ রানে বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রান। ৪৩ বলের ইনিংসে ছয় চার ও তিনটি ছক্কা রয়েছে। এরপর নবিকে সঙ্গে নিয়ে নোয়াখালীকে এগিয়ে নেন নবি। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

শেষে ব্যাটিংয়ে ঝড় তুলে ৫ বলে ১০ রান করে বিদায় নেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে জাকের আলী ১ রান করে অপাজিত থাকেন। বল হাতে রাজশাহীর পক্ষে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন দুটি উইকেট।

Exit mobile version