টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী

টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী

বিপিএলে টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী। এ প্রতিবেদক পর্যন্ত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে নোয়াখালী। মিরপুরে খেলাটি শুরু হয়েছে দুপুর ২ টায়।

এর আগে বিতর্কিত মন্তব্যের দায়ে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে ক্রিকেটাররা বয়কটের ডাক দিয়েছিল। ফলে গতকাল (বৃহস্পতিবার) সূচিতে থাকা মিরপুরে বিপিএলের দুটি ম্যাচের কোনোটিই হয়নি। অনেক নাটকীয়তার পর আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে। বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম। বিতর্কের জন্ম দিয়ে এবারের বিপিএল শুরু করলেও, চট্টগ্রাম মাঠের খেলায় ভিন্ন রূপ দেখিয়েছে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শেখ মেহেদী হাসানের দলটি।

শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ মেলাতে চাইবে চট্টগ্রাম। এক্ষেত্রে তাদের সুবিধা দেবে বাড়তি ম্যাচ খেলার সুবিধা (লিগপর্বে এখনও ৩ ম্যাচ বাকি)। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে সমান ৪টি করে পয়েন্ট পেয়েছে নোয়াখালী। তারা টুর্নামেন্টে টিকে আছে যদি-কিন্তুর হিসাবে। নোয়াখালীর প্লে-অফে উঠতে সমীকরণ শেষ দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে। রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই আসর থেকে ছিটকে যাবে নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালস।

Exit mobile version