ঢাকায় শুরু হলো ৩০তম জাতীয় পুরুষ ও ২৫তম জাতীয় নারী ভলিবল। বিকেলে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া ও সংস্কৃতি পরিচাল মির্জা সিফাত-ই-খোদা, এ্যাডহক কমিটির সহ-সভাপতি মোঃ মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মোঃ সোহেল রানা লিংকন, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মোঃ আমিরুল হোসেন আপন।
প্রতিযোগিতাটি আগামী ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগের ১ম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ২৫-০৯, ২৫-১৭, ২৫-১৪ পয়েন্টে বগুড়া জেলাকে, দ্বিতীয় খেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-০৯, ২৫-১৬, ২৫-১৭ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে পরাজিত করেছে।
নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ ২৫-১৭, ২৫-১৩, ২৫-১৯ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করেছে।
আগামীকাল ২৭/০৬/২০২৫ ইং তারিখের খেলার সময় সূচীঃ
পুরুষ বিভাগ:
২৭ জুন, ২০২৫,শুক্রবার
৫ ১ খ ২-৩ বি.কে.এস.পি বগুড়া জেলা সকাল ৯:০০ মিনিট
৬ ১ ক ২-৩ ঢাকা জেলা কুষ্টিয়া জেলা সকাল ১১:০০ মিনিট
৭ ১ গ ২-৩ তিতাস গ্যাস বাংলাদেশ আনসার বিকাল ৩:০০ মিনিট
৮ ১ ক ১-৪ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজশাহী জেলা বিকাল ৪:৩০ মিনিট
মহিলা বিভাগ:
২৭ জুন, ২০২৫,শুক্রবার
৪ ২ ক ২-৩ রাজশাহী জেলা যশোর জেলা বিকাল ৩:০০ মিনিট
৬ ২ খ ২-৩ চট্টগ্রাম জেলা সাতক্ষীরা জেলা বিকাল ৪:৩০ মিনিট
