তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সুদুর নিউজিল্যান্ড পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচ জিতে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে থাকা দলটা ওয়ানডে সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে। এবার দেখার অপেক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কেমন পারফর্ম করবে সৌম্য,শরিফুল,তানজিম সাকিবরা।
ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য সাত ঘণ্টার। যে কারণে তাসমান পাড়ে টাইগারদের ম্যাচ পড়লে বেশ বিড়ম্বনায় পড়তে হয়ে দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের। তবু রাত জেগে ম্যাচ দেখায় আগ্রহের কমতি থাকে না কারো।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিশ্র অনুভূতি নিয়ে শীতের ভোরে খেলা দেখেছে বাংলাদেশীরা। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটা নিউজিল্যান্ড একপেশে দাপট দেখিয়ে জিতলেও দ্বিতীয় ম্যাচে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ শেষ পর্যন্ত হারলেও ১৫১ বলে ১৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই ড্যাশিং ওপেনার।
তৃতীয় ম্যাচটাতো একেবারে নতুন ইতিহাসেরই জন্ম দিলো। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়ে একদিনের ক্রিকেটে কিউইদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে শান্তর দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রাপ্তি একেবারেই নেই। এই পর্যন্ত খেলা ৯ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও মুস্তাফিজ-সৌম্য-এনামুলরা নতুন কোনো ইতিহাস রচনা করতে পারে কিনা সেটিই এবার দেখার অপেক্ষায় দেশের কোটি ক্রিকেটপ্রেমীরা।
তবে এই রোমাঞ্চ অনুভব করতে ওয়ানডের মতো কষ্ট করতে হবে না ভক্তদের। কারণ সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ছয়টায় শুরু হবে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময়সূচীঃ
২৭ ডিসেম্বরঃ প্রথম টি-টোয়েন্টি – নেপিয়ার – দুপুর ১২ টা ১০ মিনিট
২৯ ডিসেম্বরঃ দ্বিতীয় টি-টোয়েন্টি – মাউন্ট মঙ্গানুই – দুপুর ১২ টা ১০ মিনিট
৩১ ডিসেম্বরঃ তৃতীয় টি-টোয়েন্টি – মাউন্ট মঙ্গানুই – ভোর ৬ টা