২০২৫ সালের পারফরম্যান্সের জন্য মর্যাদার ব্যালন ডি’অর জিতেছিলেন উসমান দেম্বেলে। এবার ফিফা দ্য বেস্ট হিসেবে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। আর নারী বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি।
কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে আজ ফিফার সেলিব্রেশন ডিনারে ২০২৫ সালের সেরা দুই খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দশম আসরে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারতা উসমান দেম্বেলের নামটাই। বর্ষসেরার দৌড়ে তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেজ, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনিয়া ও লামিনে ইয়ামাল।
তবে এবার ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ দাপিয়েছেন তিনি।

পিএসজিকে জায়ান্ট ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উসমান দেম্বেলে। এছাড়া ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন এই ২৮ বছর বয়সি ফরোয়ার্ড।
পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ী মৌসুমে দেম্বেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন, যার মধ্যে ৮টি গোল আসে চ্যাম্পিয়নস লিগে। পাশাপাশি তিনি ১৬টি গোলে সরাসরি সহায়তা করেন।

ফিফা দ্য বেস্টে সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বও দেখিয়েছেন এই মিডফিল্ডার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











