আগামী ১৫ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। নামিবিয়া ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে এবারের আসরটি। এক মাস বাকি থাকতেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই দল ঘোষণা করে।
এখনও চলছে যুব এশিয়া কাপ। এই আসরের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। তবে এশিয়া কাপের দল থেকে একজনের জায়গা হয়নি যুব বিশ্বকাপ স্কোয়াডে। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার স্থলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার উমর জাইবকে।
বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবারা। ত্রিদেশীয় সিরিজে ২৭ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ফারহানরা। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।
যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তানের ম্যানেজার ও মেন্টরের দায়িত্বে থাকবেন সরফরাজ আহমেদ।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড
ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মোমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ এবং উমর জাইব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















