বিশ্বকাপের আগে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া লড়াই
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মুখোমুখি হচ্ছে পাকিস্তান – অস্ট্রেলিয়া । সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে পাকিস্তান। চলতি মাসের শেষদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে আরেকটি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উভয়ের জন্য চূড়ান্ত ধাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামেই হবে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় এসব লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
একদিন আগে (২৮ জানুয়ারি) লাহোরে পা রাখবে মিচেল মার্শের অজি বাহিনী। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি ‘এ’ গ্রুপে পড়েছে ভারতের পাশাপাশি যুুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। ২০২২ সালের মার্চ-এপ্রিলের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর বাইরে সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দেশটিতে ৩টি ম্যাচ খেলেছে। গাদ্দাফি স্টেডিয়ামে অজিরা এর আগে ২০২২ সালের ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে তাদের জয় ৩ উইকেটে।
২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ সফর করেছে পাকিস্তান। যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে তারা ২০০২ সালের পর প্রথম কোনো ওয়ানডে সিরিজ (২-১) জিতে। একই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত দুই দল ২৮ বার টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে অজিরা ১৪ এবং পাকিস্তানের জয় ১২ ম্যাচে। এ ছাড়া ১ ম্যাচ টাই ও আরেকটি পরিত্যক্ত হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















