ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দল। ছবি: কালেক্টেড

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান । অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দল। ৩৪৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র.১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত।

আজ সকাল ১১ টায় দুবাইয়ে শুরু হয়েছিল অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুশ মাথ্রে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ভারতকে ৩৪৮ রানের পাহাড়সম টার্গেট দিয়েছিলো পাকিস্তান।

উইকেট নেওয়ার পর উদযাপন করেন আলি রাজা ; ভারত বনাম পাকিস্তান, ফাইনাল, দুবাই, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ভৈবব সূর্যবংশী মারমুখি শুরু করলেই দ্রুত ব্যাটিং কলাপ্স করে ভারত। ৩২ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপরে ক্রমেই একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত। দলীয় রান মাত্র ৮২ পৌছাতেই ৬ উইকেটের পতন হয় ভারতের।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ভৈবব সূর্যবংশী। বাকি কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি। পাকিস্তানের হয়ে আলি রেজা ৩ টি, মোহাম্মদ সায়েম ২টি , আব্দুল সুবহান ২টি এবং হুজাইফা আহমেদ ২টি করে উইকেট নেয়।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তান। পুরো ইনিংস জুড়েই পাকিস্তানের ব্যাটাররা তান্ডব করেছে দুবাইয়ের মাটিতে। পাকিস্তানের হয়ে ওপেনার শামির মিনহাজ ১৭২ রান করেছে। তার ব্যাটে ১৭২ রান এসেছে মাত্র ১১৩ বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ টি ছয় এবং ১৭ টি চার দিয়ে। এছাড়া ৪ নাম্বারে ব্যাট করতে নামা আহমেদ হুসেইনও করেন ৭২ বলে ৫৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৩৪৭-৮ (৫০) শামির মিনহাজ ১৭২(১১৩), আহমেদ হুসেইন ৫৬(৭২)

ভারতের বলিং: দিপেশ ভেন্দ্রান ৮৩-৩(১০), খিলান প্যাটেল ৪৪-২ (১০)

ভারত স্কোর

ভারত.১৫৬-১০(২৬.২) ভৈবব সূর্যবংশী ২৬(১০), দিপেশ দেবেন্দ্রন ৩৬(১৬)

পাকিস্তানের বোলিং: আলি রেজা.৪-৪২(৬.২), হুজাইফা আহসান ২-১২ (২)

ফলাফল: ১৯১ রানে পাকিস্তানের জয়

Exit mobile version