অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল
আজ সকাল ১১ টায় দুবাইয়ে শুরু হয়েছিল অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুশ মাথ্রে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ভারতকে ৩৪৮ রানের পাহাড়সম টার্গেট দিলো পাকিস্তান ।
ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তান। পুরো ইনিংস জুড়েই পাকিস্তানের ব্যাটাররা তান্ডব করেছে দুবাইয়ের মাটিতে। পাকিস্তানের হয়ে ওপেনার শামির মিনহাজ ১৭২ রান করেছে। তার ব্যাটে ১৭২ রান এসেছে মাত্র ১১৩ বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ টি ছয় এবং ১৭ টি চার দিয়ে। এছাড়া ৪ নাম্বারে ব্যাট করতে নামা আহমেদ হুসেইনও করেন ৭২ বলে ৫৬ রান।

এর আগে সেমি ফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকাকেও ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৩৪৭-৮ (৫০) শামির মিনহাজ ১৭২(১১৩), আহমেদ হুসেইন ৫৬(৭২)
ভারত বোলিং: দিপেশ ভেন্দ্রান ৮৩-৩(১০), খিলান প্যাটেল ৪৪-২ (১০)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















