পাকিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে। ডাম্বুলায় ১২ ওভারের উত্তেজনাপূর্ণ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে লঙ্কানরা। এই জয়ের ফলে সিরিজ ড্র করেছে লঙ্কানরা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়
এদিন আগে ব্যাট করে ১২ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬০ রান। জবাবে পাকিস্তান থামে ১৪৬ রানে। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১২ ওভারে। টস হরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন পাথুম নিশাঙ্কা। তবে এরপর দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস ও কামিল মিশারা। মিশারা মাত্র ৮ বলে করেন ২০ রান, আর মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রান।

মাঝে ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা ইনিংস এগিয়ে নেন। তবে আসল ঝড় তোলেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ৯ বলে ৫টি ছক্কায় ৩৪ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ দিকে জানিথ লিয়ানাগের ৮ বলে অপরাজিত ২২ রানে ভর করে শ্রীলঙ্কা তোলে ১২ ওভারে ৬ উইকেটে ১৬০ রান। বল হাতে পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট।
জবাবে ১৬১ রানের তাড়ায় পাকিস্তানও শুরুতে চাপে পড়ে। তবে অধিনায়ক সালমান আলী ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। মাত্র ১২ বলে ৪৫ রান করে লঙ্কান বোলিংয়ে কাঁপন ধরান তিনি। মোহাম্মদ নওয়াজ ২৮ ও খাজা নাফায় ২৬ কিছুটা লড়াই চালালেও ধারাবাহিক উইকেট পতনে শেষ পর্যন্ত লক্ষ্য ছোঁয়া হয়নি। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ ওভারে একাই নেন ৪ উইকেট। নির্ধারিত ১২ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ৮ উইকেটে ১৪৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর
- শ্রীলঙ্কা ১২ ওভারে ১৬০/৬
- পাকিস্তান ১২ ওভারে ১৪৬/৮
- শ্রীলঙ্কা ১৪ রানে জয়ী
- সিরিজি ১-১ ড্র
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















