টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে ৩ ম্যাচের সিরিজে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। আজ লাহোরে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম বলেই সাহিবজাদা ফারহান সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও সালমান আগা ৭৪ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন। সাইম ২২ বলে ৩ চার, ২ ছয়ে ৪০ রানে আউট হন ৮ম ওভারে।
এমন ঝড়োগতির জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। কিন্তু দশম ওভারে সালমান আগা ২৭ বলে ১ চার, ৪ ছক্কায় ৩৯ রানে সাজঘরে ফেরার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

বাবর আজম ২০ বলে ১ চার, ১ ছয়ে ২৪ ও উসমান খান ১৪ বলে ২ চারে ১৮ রান করেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি এবং জ্যাভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান ২টি করে উইকেট নেন।
৩ ক্রিকেটার বিয়ার্ডম্যান, ম্যাট রেনশ ও জ্যাক এডওয়ার্ডসকে অভিষেক ক্যাপ দেয় এদিন অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের নেতৃত্বে সেই দলটি জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে পেরেছে।
ক্যামেরন গ্রিন ৩১ বলে ৩ চার, ১ ছয়ে ৩৬ ও হেড ১৩ বলে ২ চার, ২ ছয়ে ২৩ রান করেন। পাকিস্তানী স্পিনারদের দাপটে ১১২ রানেই ৮ উইকেট হারায় অজিরা। শেষদিকে ২৫ বলে ৩ চার, ২ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন বার্টলেট।

পাকিস্তানের স্পিনাররাই ৬টি উইকেট নেন, ২ জন অজি ব্যাটার রানআউট হন। লেগস্পিনার আবরার আহমেদ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ও সাইম ৩ ওভারে ২৯ রানে ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান- ১৬৮/৮; ২০ ওভার (সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪; জাম্পা ৪/২৪, বার্টলেট ২/২৬, বিয়ার্ডম্যান ২/৩৩)।
অস্ট্রেলিয়া- ১৪৬/৮; ২০ ওভার (গ্রিন ৩৬, বার্টলেট ৩৪*, হেড ২৩; আবরার ২/১০, সাইম ২/২৯)।
ফল : পাকিস্তান ২২ রানে জয়ী।
ম্যাচসেরা : সাইম আইয়ুব।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















