বাংলাদেশের ইস্যুতে টি–টুয়েন্টি বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই পাকিস্তানের দল ঘোষণা । আসন্ন বিশ্বকাপে সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। তবে এই দলে নেই মোহাম্মদ রিজওয়ান।
আজ রোববার ২৫ জানুয়ারি সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন।
এর আগে নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। এ ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গত শনিবার বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন পিসিবির সাবেক চেয়ারম্যান!
তবে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। সূচি অনুসারে আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
পাকিস্তানের বিশ্বকাপ দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















