বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আইসিসি’র বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এখনও সরব পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ নিয়ে তাদের আনুষ্ঠানিক পরিকল্পনা জানা যাবে আগামী সপ্তাহে। তবে এরই মধ্যে পাকিস্তান দলের শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। হোম সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সাথেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের কথা বলেছে জোরালোভাবেই। দেশটির সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড কর্তারাও বিশ্বকাপ বয়কটের কথা বলেছিলেন। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মিটিং করে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার কিংবা সোমবার জানিয়ে দেয়া হবে।
ফলে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ চূড়ান্ত না হয়ে ঝুলে আছে। কিন্তু ভারতের এনডিটিভি প্রচারিত প্রতিবেদনে তাদের শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে।
এনডিটিভি-র খবরে বলা হয়েছে,
টেলিকম এশিয়া স্পোর্ট-কে একটি সূত্র জানিয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষেই তারা একই বিমানে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল।
গত ২৬ জানুয়ারি সোমবার মহসিন নাকভি পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে দেখা করেন। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সরকারের মনোভাব জানতে চেয়েছেন পিসিবি প্রধান। বৈঠকে বাংলাদেশের সঙ্গে পিসিবির সংহতি প্রকাশ্যে সমর্থন করেছেন শেহবাজ। কিন্তু আর্থিক জটিলতার কথা বিবেচনা রেখে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।
বিশেষ একটি সূত্রের কথা উল্লেখ করে টেলিকম এশিয়া জানিয়েছে,
নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।
আজ থেকে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। সিরিজ শেষেই তারা অস্ট্রেলিয়ার সঙ্গে একই বিমানে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে টেলিকম এশিয়া।
এদিকে, ৭ ফেব্রুয়ারি পাকিস্তান দল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















